আজ আলোচনা করব কিভাবে কোন Software ছাড়া USB ড্রাইভ Lock
করা যায় , আমরা অনেকে হয়তো BIOS ব্যবহার করে USB ড্রাইভ Lock করে থাকি । কেউবা
আবার Software দিয়ে করি ।
আজ দেখাব একেবারে ভিন্ন নিয়মে কিভাবে USB ড্রাইভ লক করা যায়
। যারা জানেন ,ভাল । আশা করি নতুনদের কাজে আসবে ।
ডিসএবল করার নিয়ম:
1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
3. এই ঠিকানায় প্রবেশ
করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক
করুন।
5. ভ্যালু ডাটা বক্সে 4
টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন
(যদি এটা সিলেক্ট করা না থাকে),
ওকে প্রেস করুন।
6. কাজ শেষ Registry
Editor বন্ধ করুন। ভয় পাবেন না
তা আবার এনাবল
ও করা যাবে।
চলুন এলাবল করার
নিয়মটা দেখি ।
এনাবল করার নিয়ম:
1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
3. এই ঠিকানায়
প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
4. রাইট প্যান থেকে
Start এ ডাবল ক্লিক করুন।
5. ভ্যালু ডাটা
বক্সে 3 টাইপ করুন,
Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
6. কাজ শেষ Registry
Editor বন্ধ করুন।
ENG MINHAJ UDDIN
DIPLOMA IN COMPUTER ENGINEER