Allin one Toolbox (একের ভিতর সব)
আজকে আপনাদের কাছে যে এপ্সটা নিয়ে আসলাম এই এপ্সটার অনেক অনেক ফিচার যা আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারব না।তবুও এর মধ্য কতগুলো ফিচার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।
★Backup & Restore : এই ফিচারটি দিয়ে খুব সহজেই আপনার প্রয়োজনীয় এপ্স গুলা বেকাপ রাখতে পারবেন যাতে কোন সময় ভুলে আনইন্সটল হয়ে গেলে আবার ইন্সটল দিতে পারবেন
★one click Task cleaner : এই অপশনটি দিয়ে খুব সহজেই Background এর এপ্স ক্লিয়ার করতে পারবেন।এতে Ram খালি হাওয়ার করণে ফোন দ্রুত কাজ করবে।
★Cache cleaner : এই ফিচারটি দিয়ে আপনার ফোনের সকল এপ্স এর কেচ সহজেই clean করতে পারবেন।
★App to sd : এই ফিচারটি ব্যবহার করে আপনার ফোনের এপ্সগুলোকে sd card রাখতে পারবেন এতে আপনি বেশী বেশী এপ্স ইন্সটল দিতে পারবেন।এবং আপনার রম খালি থাকবে।
★ Batch installer : অনেক সময় আমরা নতুন রম দিলে বা বেশী এপ্স একবারে ইন্সটল দিতে গেলে একটা একটা করে দেওয়া লাগে যা সত্যিই বিরক্তিকর এখন একসাথে সব এপ্স ইন্সটল দিতে পারবেন এই ফিচার এর মাধ্যমে।
★Batch uninstaller : এই ফিচার এর মাধ্যমে সব এপ্স একবারে আনইন্সটল দিতে পারবেন।একটা একটা করে আর দেওয়া লাগবে না।এতে প্রচুর সময় বাচবে
এছাড়া এই এপ্স আরও প্রচুর ফিচার আছে আমি নিচে দিয়ে দিলাম
Product features:
1. Apk Cleaner
2. Backup & Restore
3. Homescreen shortcut
4. Memory status report (RAM, ROM, SD Card memory and CPU)
5. System information
6. One-click task killer
7. Cache cleaner
8. History cleaner (clipboard, browser, Market, Gmail search, Google Maps,
Google Earth history)
9. Call log and messages cleaner
10. SD Card temporary file cleaner
11. App to SD Card
12. SD Card file manager
13. Batch installer
14. Batch uninstaller
15. Startup manager
16. Add app to startup
17. Homescreen widget
18. Quick Settings plugin
19. Volume Settings plugin
HIGHLIGHTS
-EASY TO USE
*Simple and interactive user interface
*Tweak all system optimizing features at ease
-ALL IN ONE
*Embrace all system optimizing techniques
*Comprehensive one-click optimization
উপরের ফিচারগুলা অনেক এপ্সে আছে কিন্তু একটা এপ্স সব ফিচার কোন এপ্সে নাই।আমি যদি এপ্স দিয়ে 5-6 এপ্স এর কাজ করতে পারি তাহলে অন্যগুলার দরকারি কি।এতে মেমরি & Ram দুইটাই সেইভ হবে।আর এই এপ্সটা মাত্র 1.6MB।
v 2.9 Support os 2.0+
Download : All in one Toolbox