Forever Bright Toothgel Without Flouride

Forever Bright Toothgel Without Flouride


                            

কোলন ক্যান্সার : ইদানিং খুবই কমন একটা রোগের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। আর সেটা হচ্ছে কোলন ক্যান্সার। বিভিন্ন ধরনের কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে অতিমাত্রায় ফ্লোরাইডের ব্যবহার। বাজারে প্রচলিত অধিকাংশ টুথপেষ্ট ফ্লোরাইড যুক্ত । সচেতনতার অভাবে অনেকেই এখনো কোলগেট ইউজ করি আমরা অথচ সেই কোলগেটে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে মর্মে বিভিন্ন জার্নালেও এসেছিল।

                     

 কিন্তু এখনো অনেকেই সচেতন হতে পারি নি বিধায় দিনের পর দিন ফ্লোরাইড যুক্ত টুথপেষ্ট নিয়মিত ইউজ করছি। আর এই নিরবঘাতী কোলন ক্যান্সার একদিনে প্রভাব বিস্তার করে না বলে আমরা তা ফ্লোরাইড যুক্ত টুথপেষ্ট ইউজের মাধ্যমে শরীরে ধারণ করতেছি। যখন একদম শেষ পর্যায়ে চলে যাবে করার কিছুই থাকবে না তখন লাখ লাখ টাকা খরচ করে বিদেশে হলেও পাড়ি জমাই সুস্থ হওয়ার জন্য।

 

                                       

 

 এই কাতারে বড় বড় ঔপন্যাসিক, নাট্যকাররা এমনকি যাদেরকে আমরা চিনি না তারা পর্যন্ত বাদ যান নি। কথাসাহিত্যিক ;নাট্যকার, ঔপন্যাসিক হুমায়ুন আহমেদকে চিনি না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। তিনিও এই মরণব্যাধি কোলন ক্যানসারে মারা গিয়েছেন। কয়েকদিন আগে জনপ্রিয় মুভি Black Panther এর লিভিং রোল প্লে করা অভিনেতা Chadwick Boseman মাত্র 43 বছর বয়সে মারা গেলেন এই কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে। নিজেরা সচেতন না হলে কেউ আমাদের সচেতন করতে পারবে না। তাই নিজেদের জায়গা থেকে সচেতন হই এবং ফ্লোরাইড মুক্ত টুথজেল ইউজ করার ফলে অনাকাঙ্খিত অনেক রোগব্যাধি থেকে মুক্ত থাকি। 

Bright toothgel 


Forever Bright Toothgel. World best Toothgel. #No_Flouride Made in USA