world best bee honey | Forever Bee Honey

 🛑 !!!!!! মধু !!!!!! 🛑


                                           



🛑 করোনা ভাইরাস আসার পর থেকে Facebook এর Newsfeed এ মধু নিয়ে এতো পরিমান advertisement দেখেছি যে, এতো পরিমান মৌচাক বাংলাদেশেও মেবি নাই।
তো করোনার এ সময়ে Immune system কে boost up করার জন্য মানুষ এখন মধুর পিছনে বেশি ঝুঁকছে, যা Natural energy source হিসেবে কাজ করে !! আবার অনেকেই মধুকে রূপচর্চার অংশ হিসেবেও ব্যবহার করছে ! আর মধুর health benefits অনেক, তা সবাই জানেন !!

 

                               

                
🛑 এখন আপনি যে মধু খাচ্ছেন বা ব্যবহার করছেন, তা কি Pure মধু বা মধু ব্যবহারে আপনি benefited হচ্ছেন কিনা ???
🛑 তো অনেকেই বলে যে, আমি মৌচাক থেকে মধু কেঁটে এনেছি গ্রামের বাড়ি থেকে বা সুন্দরবন থেকে। আবার কত ধরনের মধু যে বলে যেমন : খলিশা ফুলের, সরিষা ফুলের, লিচুর ফুলের মধু etc.
🛑 সবাই এটা মনে রাখবেন যে, মৌমাছি ফুলে নয়, বরং চিনিতে আকৃষ্ট, সেটা হউক natural sugar বা artificial sugar.
গ্রামের মিষ্টির দোকানে, গুড়/চিনি/মুদির দোকানে বা ফলের জুস / চায়ের দোকানে মৌমাছি ঘুরঘুর করতেই থাকে এবং এ সকল artificial sugar মৌচাকে নিয়ে জমা করে, ফলে ঐ মধুটা আপনার health এর জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।
আর Health এর জন্য এসব চিনিকে বলা হয় White poison বা বিষ ।
আবার আজকাল অনেকেই box থেকে মধু collect করে, যার ভিতরে দেয়া থাকে artificial চিনি। ফলে কিছুদিন পর মধু জমাট বেধে যায়। আবার এ জমাট রোধে অনেকে আবার antibiotic ব্যবহার করে মধুতে।
 

🛑 বাংলাদেশ থেকে সংগৃহীত মধু গুলার বৈশিষ্ট্য হলো :
1) এতে প্রায় 55% পানি থাকে । ফলে মধু অনেকটা পাতলা হয় ।
2) প্রচুর পরিমানে ফাংগাস & ব্যাকটেরিয়া। এবং সংগ্রহ করার সময় ত্রুটি থাকলে প্রচুর ক্ষতিকারক ময়লা থাকে।
3) Artificial sugar
4) বাংলাদেশের দূষিত বায়ু থেকে মৌচাকে জমাকূত বিভিন্ন Toxin পদার্থ ।
5) খাবার পানি যেমন ফুটিয়ে বা বিশুদ্ধ না করা যায় না তেমনি মধুও পরিশোধন না করে ব্যবহার করা ঠিক নয় ।
6) বিভিন্ন ফুল ও ফসলে ব্যবহারকৃত কীটনাশক। 

এ সকল সমস্যার কারনে মধু যখন গ্রহন করেন, তখন দেখবেন কি রকম একটা ঝাঁঝ থাকে বা তিতা লাগে একটু। আবার skin এ ব্যবহার করলে চুলকায় বা কোনো ফল পাওয়া যায় না, কারো আবার গ্যাস্ট্রিক প্রবলেম হয় এবং এসব মধু জমে যাওয়াতো কমন ব্যাপার।
🛑 So মধু ব্যবহারের আগে জিনিসগুলা অবশ্যই মাথায় রাখবেন। খাঁটি মধুর composition অবশ্যই only pure bee honey হবে ।
খাবার পানি যেমন ফুটিয়ে বা বিশুদ্ধ না করা যায় না তেমনি মধুও পরিশোধন না করে ব্যবহার করা ঠিক নয় ।
Search in google : "world best bee honey"
Result :
Forever Bee Honey
World Best Honey
উপকারিতা:::
🟢দৈহিক শক্তি বৃধিতে সাহায্য করে।
কার্বোহাইড্রেট-এ সমৃদ্ধ ও হজমে উপকারী।
🟢টিউমার ও ক্যান্সার সেল তৈরী প্রতিরোধে সাহায্য করে।
🟢ফরএভার বী হানি সমযেঅপযোগী দ্রুত ও প্রাকৃতিক শক্তির উৎস।
🟢সুস্বাদু, সম্পূর্ণ প্রাকৃতিক বিশ্বদ্ধ মিষ্টি দ্রব্য যা প্রাকৃতিক একটি শ্রেষ্ঠ অবদান।
🟢দৃষ্টি শক্তি বৃদ্ধিতে গাজরের রসের সাথে ২ চামচ মিশিয়ে পান করুন।
🟢ঠান্ডা ও সর্দি-কাশিতে সারাতে ২ চামচ মধুর সাথে সমপরিমাণ আদার রসের সাথে পান করুন।
✅মধুতে আছে ভিটামিন-এ, বেটা ক্যারোটিন, কমপিট-বি কমপ্লেক্স, ভিটামিন-সি,ডি,ই,কে,ম্যাগনেসিয়াম, সালফার,ফসফরাস, আয়রন,ক্যালসিয়াম, ক্লোরিন,আয়োডিন, পটাশিয়াম, সোডিয়াম, কপার এ ম্যাঙ্গানিজ।
✅এছাড়া ও ১৯ টি এমিনো এসিড,এনজাইম,যা সুস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর।
✅ফরএভার বী হানি::
বিশ্ববিখ্যাত রবসন হানি থেকে সংগৃহিত ফরএভার বী হানি গুনগতমান ও পুষ্টির দিক দিয়ে বিশ্বসেরা।মৌমাছি ফুলে পুষ্প রেনু থেকে মধু দিয়ে সুচারুরূপে তাদের এনজাইম এর সাথে মিশিয়ে মৌচাকে জমা করে।যুগ যুগ ধরে মধু প্রাকৃতিক গুন সম্পন্ন সুস্বাদু খাবার হিসেবে সমাদৃত।


✅নির্দেশনা ::
প্রতিদিন সকালে ২ চামচ মধু পান করা যেতে পারে।
পরিমাণ:: ৫০০ মি.লি
Made in USA

MRP: Tk. 1113/=
 
 
 




SHARE THIS
Previous Post
Next Post