Showing posts with label nokia. Show all posts
Showing posts with label nokia. Show all posts
mobile solution

mobile solution



যাদের ফেসবুক আই
ডি এখনও ব্লক বা লক
হয়নি তারা এখনি সাবধান হোন। এটি না পড়লে আপনারই লস।
ID
ব্লক বা লক থেকে বাচতে হলে আপনাকে সর্ব প্রথমে যে কাজটি করতে হবে-
. আপনার Timeline /
Profile
যান।
. Photos যান।
. Photos of you যান।
. এখানে অনেক
ছবি পাবেন। ছবি Open
করুন।
. ছবির নিচে Report/­
Remove tag
পাবেন।
. Report/Remove tag
এটায় click করুন।
. এখন remove option
পাবেন।
. ছবিটি remove করুন।
এই ভাবে টেগ করা ছবি গুলু remove
করুন। ৯০% রক্ষা হবে আপনার ফেসবুকআই ডি। এবার শুনুন কেনো ট্যাগ করা ফটো Remove করবেনঃ
আপনার আইডি যখন
হ্যাক বা লক হবে তখন
আপনাকে ৩টি অপশন
দিবে লকটি খোলার
জন্য। ৩টি অপশন হলোঃ
১।। মোবাইল
অথবা ইমেইলে একটি সিকিউরিটি কোড
পাঠাবে, এবং সেই কোড
টি আপনাকে ফেসবুকে একটি বক্সে দিয়ে লক খুলতে হবে।
২।। ফেসবুক সিকিউরিটি question
চাইবে, এবং তার উত্তর র্নিদিশ্ট বক্সে দিয়ে লক খুলতে হবে।
৩।। আপনার বন্ধুরা যেসব ফটো আপনাকে ট্যাগ করেছে সেগুলোর
মাঝে একটি ফটো দিয়ে আপনার কাছে জানতে চাইবে -"এইটা কার ফটো" এবং নিচে আপনার জন বন্ধুর নাম দেওয়া থাকবে আপনাকে সঠিক
নামে র্মাক করতে হবে তাহলে আপনার লক খুলে যাবে।
কিন্তু অনেকের এমন
হয়ঃ
১। মোবাইল নম্বর
দেওয়া নাই...
২। ইমেইলের পাসওর্য়াড মনে নাই...
৩। ফেসবুকের
সিকিউরিটি প্রশ্নের
উত্তর জানা নাই ইত্যাদি...
তখন কি করবেন ?
তখন আপনাকে বাধ্য
হয়ে ফটো অপশন
বেছে নিতে হবে! যদি আপনি আপনার ট্যাগ করা ফটো রিমুভ
করে, -৩টা ফটো রেখে দেন তাহলে সহজেই
আইডেন্টিফাই করতে পারবেন এই ছবিটি কার বা কে ট্যাগ
করেছিলো। এবং আপনার ID লক
খুলতে পারবেন!
তাই নিজে এবং আপনারা সবাই অপ্রয়োজনীয় ফটো ট্যাগ থেকে বিরত
থাকুন। এই ট্যাগ
করাটা সবচেয়ে বিরক্ত
কর একটা জিনিস।

লাইক না দিয়া কোথায়
যান? লাইক দিয়ে পেইজে এক্টিভ থাকুন.. সবাই কে দেখার জন্য
শেয়ার করুন,,,



মোবাইলের কিছু প্রয়োজনীয় টিপসঃ
.
.
১। আপনার মোবাইল সূর্যের আলো থেকে দুরে রাখুন। এতে করে আপনার মোবাইলে ব্যাটারি ভাল থাকবে।

২। অপ্রয়োজনীয় software ব্যাবহার করবেন না।

৩। মোবাইল চার্জে লাগিয়ে গেমস বা কথা বলবেন না। এতে করে ব্যাটারি ভাল থাকবে।

৪। আপনার মোবাইলে একের বেশি Apps ওপেন রাখবেন না।

৫। মোবাইল খুব বেশি রাফ-ইউজ করবেন না।

৬। মোবাইলের টোটাল মেমোরির কমপক্ষে ২৫
শতাংশ খালি রাখবেন


ইমেইল ঠিকানা হোক মনের
মত আজকে একটি মজাদার
পোস্ট করবো
পোস্ট এর টাইটেল
দেখে কি মনে হচ্ছে !!!
হ্যাঁ ঠিক
তাই!!
আমরা অধিকাংশ
ইন্টারনেট
ইউজাররা জিমেইল
অথবা ইয়াহু এর আন্ডার
ইমেইল এড্রেস
খুলে থাকি অবশ্যই!!
খুলবো কারন
জিমেইল আর ইয়াহু এর
সেবা সবচেয়ে ভাল
আমার পোস্ট এর টাইটেল
ছিল "ইমেইল
ঠিকানা হোক মনের মত"
এই পোস্ট টি তাদের জন্য
যারা ইমেইল এড্রেস
কে একটু ভিন্ন লুক
দিতে চান
আমাদের ইমেইল এড্রেস এর
@
এর পরের
অংশটুকু যদি মনের মত হত
তাহলে খুব
ভাল হত মনে করেন
আপনি একজন
ডাক্তার এক্ষণ আপনার
ইমেইল যদি হয় apni@dr.com
বা apni@doctor.com
তাহলে আপনার ইমেইল
দেখে সবাই
বুঝতে পারবে আপনি একজন
ডাক্তার
আপনার
পেশা অনুযায়ী আপনি আপনার
ইমেইল এড্রেস
নিতে পারবেন এরকম
২০০ টি ডোমেইন এর
আন্ডার আপনি ইমেইল
এড্রেস খুলতে পারবেন
যেমনঃ
yourname@engineer.com
yourname@chemist.com
yourname@
accountant.comyourname@
contractor.com yourname@
programmer.net
yourname@scientist.com
তাহলে আসুন একটা ইমেইল
এড্রেস
তৈরি করি প্রথমে এই
লিংক যান তারপর Sign
up
ক্লিক করুন তারপর
form
টি পূরণ করুন Desired
Email Address
অপশন আপনার মনের মত
ইমেইল
ঠিকানা লিখুন আর মনের
মত ডোমেইন
সিলেক্ট করুন Captcha
লিখে I accept
Create my account
ক্লিক
করুন ব্যাস!! আপনার
ইমেইল
ঠিকানা তৈরি হয়ে গেল